
আন্তর্জাতিক
ধর্ষক রাম রহিমের ‘দত্তক কন্যা’ হানিপ্রীত ৬ দিনের রিমান্ডে
ঢাকা,০৪ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
ধর্ষক গুরমীত রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী ‘দত্তক কন্যা’ হানিপ্রীত ইনসানকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার হানিপ্রীতকে পাঁচকুলার একটি আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। পরে শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৩৮ দিন ধরে পালিয়ে বেড়ানোর পর মঙ্গলবার হরিয়ানা-পঞ্জাব সীমান্তের জিরাকপুর এলাকা থেকে হানিপ্রীতকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। এর পর তাকে পাঁচকুলা পুলিশের হাতে তুলে দেয়া হয়। থানায় এনে তাকে রাত তিনটে পর্যন্ত জেরা করা হয়।
গত ২৫ আগস্ট জোড়া ধর্ষণ কাণ্ডে রাম রহিমের ২০ বছর কারাদণ্ড ঘোষণার দিন থেকেই পালিয়ে ছিলেন হানিপ্রীত। আদালত থেকে জেলে যাওয়ার পথে বাবাকে নিয়ে পালানোর ছক কষেছিলেন তিনি।
রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর সিরসা ও পাঁচকুলায় যে হিংসা ছড়ায় তার নেপথ্যে উস্কানি দিয়েছিলেন এই হানিপ্রীত।