
চীনের সঙ্গে যৌথ বাণিজ্যে পাকিস্তানি সেনা কর্তাদের লাভ!
ঢাকা,০৪ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
চীনের সঙ্গে যৌথ বাণিজ্যে পাকিস্তানি সেনা কর্তাদের পকেট ফুলে ফেঁপে উঠছে। এই বাণিজ্যে পাকিস্তানিদের কোনও লাভ হবে না।
এমনই বিস্ফোরক মন্তব্য পাক রাজনীতিক আবদুল হামিদ খানের।সরাসরি সেনাবাহিনীর সমালোচনা করায় আবদুল হামিদের মন্তব্য ঘিরে আলোড়িত পাকিস্তান। যদিও এর আগে একাধিকবার পাকিস্তান সরকারের বিভিন্ন দমননীতির প্রতিবাদ করছেন এই নেতা।
চীন-পাকিস্তান অর্থনৈতিক অঞ্চল (সিপিইসি) ঘিরে বিভিন্ন বিতর্ক দানা পেকেছে খোদ পাকিস্তানেই। ২ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের এই বাণিজ্য পথ ও অঞ্চল গত বছর উদ্বোধন করা হয়। উত্তরে চীনের কাশগড় থেকে দক্ষিণে পাকিস্তানের গোয়াদর বন্দর পর্যন্ত এই অর্থনৈতিক অঞ্চলের ব্যাপ্তি।
বিএনএফ চেয়ারম্যান বরাবরই পাকিস্তান সরকারের সমালোচনা করেন। ২০০০ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গিলগিট-বেলুচিস্তান কখনই পাকিস্তানের অংশ হতে পারে না।
এদিকে চীন-পাকিস্তান অর্থনৈতিক অঞ্চল বাতিলের দাবি তুলে আগেই বিতর্ক তৈরি করেছে বেলুচিস্তানের বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
তাদের অভিযোগ, চীন সরকার তাদের উপনিবেশ গড়ে তুলতে চায়। সেই কারণ বেলুচিস্তানেই গোয়াদর বন্দরকে ব্যবহার করবে বেইজিং।