আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যুতে কথা বলে মুকুট হারালেন মিস মিয়ানমার

ঢাকা,০৪ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

রাখাইনে চলমান রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আরসাকে দায়ী করে এবং নিজ দেশ মিয়ানমারের সরকার ও সেনা বাহিনীর প্রশংসা করে মুকুট এবং খেতাব হারালেন মিস মিয়ানমার।

মিয়ানমারের ওই সুন্দরীর নাম সোয়ে ইয়েন সি। সম্প্রতি তিনি মিস ইউনিভার্স মিয়ানমার নির্বাচিত হন।

ভিডিও বার্তা দেয়ার পর সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে সুন্দরী সোয়ে ইয়েন সিকে দেয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় মিস ইউনিভার্স মিয়ানমার সোয়ে ইয়েন সি বলেন, রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভাশন আর্মি বা আরসা দায়ী। তিনি মনে করেন, আরসার  পেছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে। এবং যাদের লক্ষ্য বেসামরিক মানুষ।

৩ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে সোয়ে ইয়েন সির ভয়েসের সঙ্গে মিয়ানমারের সহিংসতার বিভিন্ন স্থির চিত্র দেখানো হয়।

এদিকে সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে নির্দেশনা পেয়ে মিস ইউনিভার্স মিয়ানমার বিজয়ী হিসেবে পাওয়া সবকিছু ফেরতের ঘোষণা দিয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button