রাজনীতি

প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে: মির্জা ফখরুল

ঢাকা,০৪ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে, তিনি অসুস্থ নন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ অক্টোবর বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন,‘প্রধান বিচারপতি মাত্র ক’দিন আগে জাপান ও কানাডা সফর করে এসেছেন। আর ওই সব দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকা সত্ত্বেও তিনি সেখানে কোন চিকিৎসা গ্রহণ করেছেন বলে দেশবাসী জানে না। এমনকি গত পরশু তিনি সুপ্রিম কোর্টে তার কার্যালয়ে বসে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, ফাইল সই করেছেন। নিয়মিত প্রথা অনুযায়ী মঙ্গলবার সকল বিচারপতিকে নিয়ে আইনজীবীদের সাথে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্তও দিয়েছিলেন। অথচ মঙ্গলবার আইনমন্ত্রী ও এটর্নি জেনারেল মিডিয়াকে জানিয়েছেন যে, তিনি নাকি ক্যান্সারে আক্রান্ত হয়ে ছুটি নিয়েছেন।’
তিনি বলেন, ‘কিন্তু গত পরশু সন্ধ্যায় তার বাসভবনে সাক্ষাৎপ্রার্থী সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে তার পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের সামনেই জনৈক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন-‘আমি সুস্থ আছি কিন্তু কথা বলতে পারবো না।’
ফখরুল আরো বলেন, ‘এসব কিছু থেকে প্রমাণ হয় যে, মাননীয় প্রধান বিচারপতি অসুস্থ নন। তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের সর্বসম্মত রায় দেয়ার পর থেকে সর্বোচ্চ আদালত এবং সম্মানিত বিচারপতিগণকে সরকার প্রধান থেকে সরকারের মন্ত্রিবর্গ ও সরকারি দল ও জোটের নেতাকর্মীরা অসাংবিধানিক, অযৌক্তিক ও কুৎসিত ভাষায় সমালোচনা করে চলেছেন। এমনকি জাতীয় সংসদে যে ভাষায় সর্বোচ্চ আদালত ও তার বিচারপতিগণের সমালোচনা করা হয়েছে তা শুধু অভূতপূর্ব নয়-অস্বাভাবিকও।’
বিএনপি মহাসচিব যোগ করেন, ‘এই পরিস্থিতিতে সুবিচার পাওয়ার সর্বশেষ ভরসাস্থল উচ্চ আদালতও আজ স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকারে পরিণত হয়েছে।’
প্রসঙ্গত, এর আগে অসুস্থতা দেখিয়ে ২ অক্টোবর সোমবার এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে ৩ অক্টোবর তিনি ছুটিতে থাকাকালীন জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button