
রোহিঙ্গাদের নিয়ে গান গাইলেন প্রায়-শূন্য
ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
বাংলাদেশে চিটাগাং এর পরই খুলনা ছিল ব্যান্ড সংগীতের কারিগর। দুঃখের কথা হলো, এখন আর সেই দিন নেই।
চিটাগাং এ কিছু ব্যান্ড এখন উঠে আসার চেষ্টা করলেও খুলনাতে এর ভাটা পড়েছে দীর্ঘদিন ধরে। অবসকিওর, ডিফরেন্ট টাচ, ইভস, সিমফনি, স্পারটান, দ্য ব্লুজ, রিপল ট্রাক, রেসপন্স, অরবিট, মেলোডি যুগের পর সব শেষ।
১৯৯২ সালে ‘প্রায়-শূন্য’ নামে খুলনাতে আর একটি ব্যান্ড গঠন হয়। নানা ভাঙা-গড়ার ভেতর দিয়ে চলতে থাকে এই ব্যান্ডের যাত্রা। ১৯৯৭ সাল থেকেই ঘুরে দাঁড়ায় ব্যান্ডটি নতুন লাইন-আপ নিয়ে। সেই থেকে প্রায় ১০০ এর অধিক লাইভ কনসার্ট, ২০০৬ সালে প্রথমবারের মতো একটি মিক্সড অ্যালবামে গান, এরপর আরো কয়েকটি মিক্সড অ্যালবাম, নাটকের গান, জিঙ্গেল, সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, কয়েকটি রেডিওতে লাইভ এবং ২টি টিভিতে নিজেদের গান উপস্থাপন করে চলেছে। এ বছরের এপ্রিল মাসে ব্যান্ডটি প্রথমবারের মতো তাদের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করে। জি-সিরিজ থেকে প্রকাশিত ‘প্রার্থনার ময়দানে’ নামের এ অ্যালবামে রয়েছে ৯টি গান ও ১টি ইন্সট্রুমেন্টাল। ব্যান্ডের বর্তমান লাইন-আপ রাজু (গিটারিস্ট ও দলনেতা), মঞ্জুর (ভোকাল), কামরান (ড্রামস) ও জাবেদ (বেজ)।
প্রায়-শূন্য তাদের ‘প্রার্থনার ময়দানে’ অ্যালবামের পর সম্প্রতি ‘রোহিঙ্গা’ শিরোনামের একটি গান তাদের ফেসবুক পেইজে আপলোড করেছে, গানের কথা লিখেছেন ফয়সল নোই, সুর করেছেন রাজু বামাচারী। রোহিঙ্গা গানটি নিয়ে ব্যান্ডের গিটারিস্ট ও ব্যান্ডলিডার রাজু জানান, ‘আমার তাদের সুদীর্ঘ সময়ের ঐতিহাসিক সমস্যা, তাদের দুঃসহ জীবনযাপনের ধারাবাহিক বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আসলে একটি গানে যা তুলে ধরা খুব সহজ কাজও ছিল না। তারপরও আমরা মানবেতর রোহিঙ্গা জীবনের পাশে দাঁড়াবার জন্য দুঃসাহস নিয়ে, গানের নিয়ম ভাঙা-গড়ার মধ্য দিয়ে চেষ্টা করেছি একটি পূর্ণাঙ্গ রূপ দেবার। সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি সমাধানের আশায়। সভ্যতার এই সুবর্ণ যুগেও জাতিগত নিধনের অমানবিক এমন রূপ সাধারণভাবেই মেনে নেবার নয়। আসলে সে দহনই আমাদের বাধ্য করেছে গানটি তৈরিতে। ‘
প্রায়-শূন্য ব্যান্ড এর ‘রোহিঙ্গা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল মঞ্জু্র, গানটি প্রায়-শূন্যর ফেসবুক পেইজে পাওয়া যাচ্ছে, খুব শিগগিরই অন্যান্য মাধ্যমেও গানটি পাওয়া যাবে বলে জানালেন ব্যান্ডের সদস্যরা।