
মুকুট হারিয়ে আইসক্রিমের দূত এভ্রিল
ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
তথ্য গোপনের অপরাধে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েও হারিয়েছেন মুকুট। প্রশংসিত না হয়ে হয়েছেন সমালোচিত।
তবু একেবারে খালি হাতে ফেরেননি এভ্রিল। প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তিনি।
বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক।
ওই সংবাদ সম্মেলনেই নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।
এর আগে, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গ্র্যান্ড ফিনালে বিজয়ী হিসেবে এভ্রিলের নাম ঘোষিত হয়।
সেখানে প্রথম রানারআপ ঘোষিত জেসিয়া ইসলাম বিচারকদের রায়ে প্রথম হয়েছিলেন বলে দুইজন বিচারকের বরাত দিয়ে একটি পত্রিকায় আসে। প্রথম ঘোষণাকে আয়োজকরা ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করলে শুরু হয় বিতর্ক।
এরপর খবর পাওয়া যায় চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈম বিয়ের বিষয় গোপন করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। পরে বিতর্কের মুখে ফেসবুক লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে নেন এভ্রিল। পরে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার কমিটি এভ্রিলকে অযোগ্য ঘোষণা করে।
আগামী ১৪ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।