জেলার সংবাদ

ঝিনাইদহে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে রূপসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের একটি খাদে উল্টে যায়। এ সময় ১৩ জন যাত্রী আহত হন। স্থানীয় মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ হোসেন (২৮)  নামে এক ব্যক্তি নিহত হয়। নিহত পারভেজ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে।
Show More

আরো সংবাদ...

Back to top button