জেলার সংবাদ

ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষিকা স্ত্রী নির্যাতনের অভিযোগ

ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

রামগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রী মেহরুন নেছাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে সৈয়দ আল মামুন নামে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে।

বুধবার গৃহবধূর পরিবারের লোকজন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

গৃহবধূ মেহরুন নেছা ধর্নাপুর গ্রামের বাসিন্দা এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অভিযুক্ত মামুন আলীপুর গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে ও ব্র্যাক ব্যাংক এসএমই বিভাগের ফেনীর দাগনভূঁইয়া শাখার সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, মামুন বিভিন্নভাবে শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় সে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করে।

এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা সৈয়দ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Show More

আরো সংবাদ...

Back to top button