খেলাধুলা

ওয়ানডে দলে চমক: ফিরেছেন নাসির, লিটন

ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন বহুল আলোচিত-সমালোচিত ক্রিকেটার নাসির হোসেন। তারপর দক্ষিণ আফ্রিকা সিরিজে আবারও বাদ।

তবে টেস্ট দল থেকে বাদ পড়লেও ওয়ানডে দলে জায়গা হয়েছে তার। মাশরাফিদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন এই অল-রাউন্ডার। এছাড়া নতুন মুখ হিসেবে আছেন তরুণ অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।১৫ সদস্যের ওয়ানডে দলে রয়েছে আরও চমক। টেস্টের পর ৫০ ওভারের ফরম্যাটে প্রত্যাবর্তন ঘটেছে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের। যিনি ইতিমধ্যেই পচেফস্ট্রুম টেস্টে দুর্দান্ত কিপিং করে সুনাম কুড়িয়েছেন।  চোটের কারণে খেলা নিয়ে শঙ্কা থাকলেও আপাতত রেখে দেওয়া হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। টেস্টে বাজে পারফর্ম করেও টিকে গেছেন ইমরুল কায়েস। কিন্তু মুমিনুল হক যথারীতি বাতিলের খাতাতেই স্থান পেয়েছেন।

এছাড়া বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম।  চোখের ইনফেকশনের কারণে নেই মোসাদ্দেক। পেস আক্রমণের জন্য আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং সাঈফউদ্দিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন সাইফ উদ্দিনও। এই পেস বোলিং অলরাউন্ডার বেশ কিছু দিন ধরেই নির্বাচকদের নজরে ছিলেন।  হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে  ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন। তাই দলে সুযোগ না পাওয়ার কোনো কারণ ছিল না।

আর নাসির হোসেন সর্বশেষ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে একটি ওয়ানডে খেলেছিলেন। ২ উইকেট নিয়ে মুস্তাফিজ আর সৌম্যময় ম্যাচে জয়ে অবদান রেখেছিলেন। তারপরও সুযোগ পাননি চ্যাম্পিয়নস ট্রফির দলে। এবার একাদশে সুযোগ পেলে আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই অল-রাউন্ডার। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৮ ও ২২ অক্টোবর।

বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফউদ্দিন।

Show More

আরো সংবাদ...

Back to top button