বিনোদন

বাপ-মা যাকে পছন্দ করবে তাকেই কবুল বলব: ফারিয়া

ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। বাংলালিংকের মডেল হয়ে তিনি দারুণ জনপ্রিয় হয়েছিলেন তিনি। বর্তমানে পড়াশুনার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন।
ফারিয়া সম্প্রতি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারানো প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ে ও তথ্যগোপন করে প্রতিযোগিতায় অংশ নেয়ার কড়া সমালোচনা করেছেন। বেশকয়েকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব সমালোচনা করেন।
এছাড়া নিজে কখনো পালিয়ে বিয়ে করবেন বলেও অপর এক স্ট্যাটাসে জানিয়েছেন। এ প্রসঙ্গে বুধবার তিনি লেখেন, ‘আপাতত কোন পরিকল্পনা নেই। এখন শুধু মাথায় সফল হওয়ার মাছি ঘুরতেছে, আর অনেক টাকার মালিক হওয়ার ভূত ঢুকছে (নিজ যোগ্যতায়) যদি আল্লাহ দেন (ইনশাআল্লাহ)। কিন্তু বিয়ে করলে অবশ্যই অবশ্যই সবাইকে জানিয়ে বাপ মার পছন্দ আর সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে করব। এর বাইরে একচুলও নড়ব না। যাকে যোগ্য মনে করবেন তারা তাকেই কবুল বলব। বাকীটা আল্লাহর হাতে। চুরি করে পালায়ে চোরের মত বিদায় শাদীতে আমি নেই। বিগ নো।’
উল্লেখ্য, জান্নাতুল নাঈম এভ্রিল বিয়ের তথ্য গোপন করায় তাকে মিস বাংলাদেশের মুকুট হারাতে হয়েছে।
Show More

আরো সংবাদ...

Back to top button