
প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনায় অংশ নেবে ১৪ দল
ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন ৭ অক্টোবর। এদিন তাকে গণসংবর্ধনা দেয়া হবে। এতে আওয়ামী লীগসহ ১৪ দল অংশ নেবে। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে এই সংবধর্না দেয়া হবে।
বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন এবং তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম অধিবেশনে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন এজন্য এই গণসংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এ গণসংবর্ধনায় ১৪ দলও অংশ নেবে।
গণসংবর্ধনা সফল করতেই অাজকের এ বৈঠকের আয়োজন করা হয়। এর আগে ৩ অক্টোবর ধানমন্ডির এ কার্যালয়ে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথসভা হয় আওয়ামী লীগের। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই গণসংবর্ধনা দেয়ার কথা ঘোষণা করেন।
আজকের সংবাদ সম্মেলনে ১৪ দলে এই মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পাঁচ দফা প্রস্তাবের ভিত্তিতেই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হয়ে এ নির্যাতিন-নিপিড়ীতরা সম্মানের সঙ্গে তাদের দেশে ফেরত যাবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার দিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানানো হবে। ১৪ দল সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল, গণতান্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।