রাজনীতি

রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রথম বিবৃতি দেন খালেদা জিয়া

ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রথম বিবৃতি দেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এমনটাই মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে খেলাফত মজলিস।

শামসুজ্জামান দুদু বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রথম বিবৃতি আসে। তাতে বলা হয়, এই নির্যাতিত মানুষদেরকে আশ্রয় দিন। ২০ দলের পক্ষ থেকে তিনি বিবৃতিতে এ কথা বলেছিলেন। সেই সময়ে যদি করা হত তাহলে, এত মানুষ মারা যেত না।

তিনি বলেন, এটা আমলে নেওয়া হয়নি। তখন বর্ডার সিল করার কথা ভেবেছে সরকার। যার ফলে নৌকাডুবে অনেকেই মৃত্যুবরণ করেছেন।

প্রধান বিচারপতি প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, প্রধান বিচারপতি আমাদের রাজনীতি ভাবাপন্ন মানুষ না। তিনি আওয়ামী ভাবাপন্ন মানুষ। সারা জীবন তিনি ধর্মনিরপক্ষতার পক্ষে জয়গান করেছেন। সর্বশেষ সপ্তাহ দুয়েক আগেও তিনি বলেছিলেন শেখ মুজিবের জন্ম না হলে তিনি প্রধান বিচারপতি হতে পারতেন না। কারা তাকে প্রধান বিচারপতি করেছিল বেগম জিয়া, ২০ দল? কি কারণে তিনি ছুটিতে আছেন মিডিয়াতে সবটুকু আসে নাই। কিন্তু স্যোশাল মিডিয়াতে এসেছে কে কি করেছে। সবাই জানে সবাই দেখছে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার! সুস্থ্য মানুষ ঘরের মধ্যে আড়ালে চলে যায়।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ইছাহাকের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন-জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সাংবাদিক মাহবুব উল্লাহ, সংগঠনের মহাসচিব আহমেদ আব্দুল কাদির প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button