
নির্বাচন কমিশনের সকল কাজে জাকের পার্টির সমর্থন
ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের (ইসি) সকল কাজে সমর্থন দেবে জাকের পার্টির। ৫ অক্টোবর বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে সংলাপে এ সমর্থনের কথা ব্যক্ত করেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এ সময় নির্বাচন কমিশনাররা, ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাকির পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাকিং প্রতিরোধী ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মতামত দিয়েছে। এছাড়া তারা নির্বাচনীকালীন সরকার পদ্ধতি বিষয়টি স্থায়ী সমাধানের প্রস্তাব দেয়।
বৈঠক শেষে জাকের পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতার জন্যে নয় দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে দলগুলোকে নিয়ে বারবার কথা বলতে হবে।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেছে ইসি। ২৪ অগাস্ট থেকে দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হয়েছে। কমিশন এ পর্যন্ত ২৩টি দলের সঙ্গে সংলাপে বসেছে।
আগামী ৮ অক্টোবর রোববার সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং বিকেল তিনটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সাথে কমিশন সংলাপে বসবে।