
প্রধান বিচারপতিকে দেখতে গেলেন আইনমন্ত্রী
ঢাকা,০৫ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
স্বাস্থ্যগত কারণে এক মাসের জন্য ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আজ তার বাসভবনে দেখতে গেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রীর মুখপাত্র ড. মো. রেজাউল করিম এ খবর নিশ্চিত করেছেন।
মন্ত্রীর গাড়িবহর আজ বিকেল ৪টার দিকে প্রধান বিচারপতির সরকারি হেয়ার রোডের বাসভবনে প্রবেশ করে এবং ৩৫ মিনিট পর বেরিয়ে যায়।
আইন মন্ত্রীর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের এক দিন পর তিনি প্রধান বিচারপতিকে দেখতে গেলেন।
ওই প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, প্রধান বিচারপতি স্বাস্থ্যগত কারণে এক মাসের ছুটিতে রয়েছেন এবং এ বিষয়ে রাজনীতি না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আনিসুল হক গতকালের প্রেস ব্রিফিংয়ে আরো বলেছিলেন, তিনি বিচারপতি সিনহার চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসকের গ্রীন সিগনাল পেলে নিশ্চয়ই তিনি পুনরায় তাকে দেখতে যাবেন।
দিনের প্রথমভাগে আইনমন্ত্রী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়ার সঙ্গে সুপ্রিম কোর্টে তার চেম্বারে সৌজন্য সাক্ষাৎ করেন।