জেলার সংবাদ

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

কুষ্টিয়ার মিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক সরকার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে  আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আজ শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভলশা গ্রামে এ সংঘর্ষ হয়।আহতদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং চারজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভালশা গ্রামের সাবেক ইউপি সদস্য তাহের মিয়া ও গ্রাম্য মাতবর চুন্নু সর্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হয়। তাদেরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। নিহত আসাদুল চুন্নু সর্দারের সমর্থক বলে জানা গেছে।

চুমিরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদেরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ১০ জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button