
জেলার সংবাদ
বেকারির পেছনে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ
ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার একটি বেকারির পেছন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাগ্যকূল মান্দ্রা এলাকার ফাহাদ বেকারির পেছন থেকে নবজাতকের (ছেলে) লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে বেকারির কর্মচারীরা দুর্গন্ধ পায়। পরে খোঁজাখুঁজি করে দুপুরের দিকে বেকাকির পেছনের ঝোপে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শ্রীনগর থানার ওসি এমএম আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে শ্রীনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।