স্বাস্থ্য

প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু। আমি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বলবো গুজবে কান দেবেন না। গতবারের মতো এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা হচ্ছে। অত্যন্ত প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় তারা মেধা দিয়ে উত্তীর্ণ হবে।’ আজ শুক্রবার (৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, ঢাকাসহ সারাদেশে ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছে ৮২ হাজার ৮৫৬ জন। শান্তিপূর্ণভাবে যেন পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য সংশ্লিষ্টরা পুরো বিষয়টি মনিটরিং করছেন। দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলেও জানান মন্ত্রী।

Show More

আরো সংবাদ...

Back to top button