রাজনীতি

এসকে সিনহা প্রধান বিচারপতির পদ বিতর্কিত করার চেষ্টা করেছেন: নাসিম

ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক সকল দলই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাদশ নির্বাচনকালীন সরকারের প্রধান রাখার প্রস্তাব করবে। গতকাল আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানিয়ে বলেন, ‘নির্বাচন কমিশন সংলাপের জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছে। সেখানে আমাদের জোটের অংশীদার বিভিন্ন দলও অংশ নেবে। তবে আমাদের একটি সিদ্ধান্ত হয়েছে, তা হলো- নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে। এ প্রস্তাবটি সবাই উত্থাপন করবেন।’

মোহাম্মদ নাসিম বলেন, প্রধান বিচারপতি পদটি অত্যন্ত সন্মানজনক পদ। আমরা প্রধান বিচারপতি এসকে সিনহাকে সম্মান করি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, তিনি এ পদে এসে পদটিকে বারবার বিতর্কিত করার চেষ্টা করেছেন, এটা খুবই দুঃখজনক। তিনি (সুরেন্দ্র কুমার সিনহা) একবার গ্রিক মূর্তি স্থাপন করে বিতর্ক তৈরির চেষ্টা করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা বলে বিতর্ক সৃষ্টি করেছেন। সর্বশেষ ষোড়শ সংশোধনী রায় বাতিল করে এবং পর্যবেক্ষণ দিয়ে গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছেন। এখনো আমরা বিশ্বাস করি তিনি তার সম্মান নিয়ে অবসরে যাবেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাবের ভিত্তিতেই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হবে। এ নির্যাতিত নিপীড়িতরা সসম্মানে তাদের দেশে ফেরত যাবেন। তিনি বলেন, সফল কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যারও সমাধান করবেন।

এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের বৈঠকে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button