বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল আনছে ছোট আকৃতির বিশেষ ক্যামেরা

ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

ছোট আকৃতির বিশেষ ক্যামেরা বাজারে আনতে কাজ করে যাচ্ছে গুগল। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল তাদের এই ডিভাইসের কথা গণমাধ্যমকে জানিয়েছে। আকারে ছোট হলেও ক্যামেরাটি হবে বিশেষ ক্ষমতাসম্পন্ন।

গুগল জনিয়েছে, তাদের ক্যামেরাটির নাম হবে গুগল ক্লিপস। এই ক্যামেরা মানুষের চেহারা চিনতে সক্ষম হবে। এছাড়া, চালু করার পর ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। অর্থাৎ কখন থেকে ভিডিও রেকর্ড করতে হবে, তার জন্য কোনও কমান্ডের প্রয়োজন হবে না। নিজ থেকেই ভিডিও করা শুরু করবে এই ডিভাইসটি।

গুগলের এই ক্যামেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে একজন ব্যবহারকারী ক্যামেরার সঙ্গে তার পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দিতে পারবেন। পরবর্তীতে সব সময় ক্যামেরাই তাদের চিনে নেবে। পরবর্তীতে ডিভাইসটি পরিবারের সদস্য চিহ্নিত করা মাত্রই ছবি তুলে রাখবে। এসব ছবি গুগলের পিক্সেল ফোনের একটি অ্যাপে দেখা যাবে।

গুগলের এই নতুন ক্যামেরা ব্যবহারকারীদের বেশ আনন্দ দেবে বলে মনে করছেন অনেকেই। তবে কারও কারও মতে, ক্যামেরাটি যেকোনও মুহূর্তের ছবি তুলে রাখার মাধ্যমে বিব্রতকর অবস্থার জন্ম দিতে পারে। এমনকি এটা মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়গুলোও প্রকাশ করে দিতে পারে।

গুগল ক্লিপসের দাম হবে ২৪৯ ডলার। ক্যামেরাটি প্রথমে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে। তবে ঠিক কোন সময়ের মধ্যে ডিভাইসটি বাজারে আসবে, তা এখনও জানায়নি গুগল কর্তৃপক্ষ।

Show More

আরো সংবাদ...

Back to top button