জেলার সংবাদ

ফাদার অপহরণের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির নাতালে গ্যাগারিকে অপহরণে জড়িত থাকার অভিযোগে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামস কবির সৌরভকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার তাকে বহিষ্কার করে সংশ্লিষ্ট নেতাদের কাছে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনের যৌথ স্বাক্ষরিত  চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সৌরভকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ বুধবার রাতে ওই চিঠি পেয়েছেন বলে জানান।

তিনি জানান, টঙ্গী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি কাজী মনজুর এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সংগঠনের শৃংখলা ও নিয়ম ভঙ্গের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়ে দল থেকে সৌভরকে বহিষ্কারের জন্য সুপারিশ করে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সৌরভকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

Show More

আরো সংবাদ...

Back to top button