বিনোদন

এবার হলিউডে ডাক পড়লো ক্যাটরিনার

ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

বলিউড নায়িকাদের সময়টা ভালোই যাচ্ছে। ক্যারিয়ারে বলিউড নায়িকার পাশাপাশি হলিউড নায়িকার তকমাটিও জুড়েছে অনেকের নামের আগে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের প্রসঙ্গ উদাহরণ হিসেবে বলা যায়।

 

এবার সেই পথে যাত্রা শুরু করছেন ক্যাটরিনা কাইফ। বিষয়টি শতভাগ নিশ্চিত না হলেও বলিউডের অনেক বিশ্বস্ত সূত্র এমনটা বলছে। লস অ্যাঞ্জেলসে বর্তমানে রয়েছেন ক্যাটরিনা। আর সেখানে ‘ফক্স স্টুডিও’-এর সাথে  সাক্ষাৎ করেছেন তিনি। তবে বিষয়টি পুরোটাই গোপনে করেছেন ক্যাট।

 

এই ঘটনার পর থেকে ক্যাটরিনার হলিউড যাত্রার খবর ছড়িয়ে পড়ে বলিউড পাড়ায়। তবে এ নিয়ে সরাসরি কিছু বলছেন না তিনি। ক্যাটরিনা বলেন, ‘এমন কিছু হলে আমি নিজে জানাবো সবাইকে। গুঞ্জন তো কতই চলে। বাস্তবতার জন্য অপেক্ষা করুন।’

Show More

আরো সংবাদ...

Back to top button