
জেলার সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মেয়র বরখাস্ত
ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করেই মেয়র মাঈন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্তের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত স্থলে প্যানেল মেয়র কবির হোসেন দায়িত্ব পালন করবেন।