
মালয়েশিয়ায় বন্ধুর হাতে প্রবাসী বাংলাদেশি খুন
ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
মালয়েশিয়ায় স্বদেশী বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন স্থানীয় একটি আদালত। গতকাল বুধবার ম্যাজিস্ট্রেট সিতি শাকিরাহ মোহতারুদ্দিন আদালত এ অভিযোগ গঠন করেন।
মোঃ আবদুল রাজ্জাক (৩১) নামে ওই বাংলাদেশিকে হত্যার দায়ে অপর বাংলাদেশি মোঃ আবদুল রহিম (৪৯) এর বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। নিহত মোঃ আবদুল রাজ্জাক এর বাড়ি সুনামগঞ্জ জেলার সদর থানায়। তিনি তাহিরপুর ইউনিয়নের কাউজারি বাজারের আমবারি এলাকার মোহাম্মদ আবদুর রশিদের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, নিহত রাজ্জাক ও অভিযুক্ত আবদুল রহিম স্থানীয় একটি স্টেশনে পাশাপাশি কেক বিক্রি করতেন। হত্যার শিকার রাজ্জাক কেক বিক্রিতে তার বন্ধুর চেয়ে অপেক্ষাকৃত বেশি সফল ছিলেন।
গত ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ‘কম সফল ব্যবসায়ী’ ফোন করে শাহ আলমের এলাকার তামান বুঙ্গা নেগারার একটি ফ্ল্যাটের ২৭ নম্বর ব্লকের ৮ তলায় একটি বাসাতে নিমন্ত্রণ করে রাজ্জাককে। পরে দুই বাংলাদেশি তাদের ব্যবসায়িক বৈঠকে বসলে বাকবিতণ্ডার জের ধরে রাজ্জাককে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে মোঃ আবদুল রহিম।