জেলার সংবাদ

সুন্দরবন থেকে জেলে অপহরণ

ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

সাতক্ষীরা সুন্দরবনের পশ্চিম রেঞ্জ থেকে মুক্তিপণের দাবীতে এক কাঁকড়া ধরা জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত শুক্রবার ভোর রাতে সুন্দরবনের আটারোবেকী নামক এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত জেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের টেংরাখালি গ্রামের মোফর উদ্দীন মোল্যার ছেলে শুকুর আলী (২৮)।
ফিরে আসা জেলে চুনকুড়ি গ্রামের আব্দুর রহমান জানান, শুক্রবার ভোর রাতে আটারোবেকী নদীতে কাঁকড়া ধরার সময় নুরু বাহিনী পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণের দাবীতে তাকে অপহরণ করে নিয়ে যায়। কৈখালি স্টেশন কর্মকর্তা মিঠু তালুকদার জেলে অপহরণের কথা স্বীকার করেছে।
Show More

আরো সংবাদ...

Back to top button