
জেলার সংবাদ
ধামরাইয়ে বজ্রপাতে নারীসহ নিহত ২
ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে পৃথক স্থানে দুই সন্তানের জননীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বজ্রপাতে এ নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুতিপাড়া ইউনিয়নের নওগাঁ গ্রামের নুরুল ইসলামের মেয়ে, দুই সন্তানের জননী শেফালি বেগম (৪৫) ও সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর গ্রামের আফজাল উদ্দিনের ছেলে রাজিব হোসেন (১৫)।
ধামরাই থানার এএসআই মফিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা ও ইউপি সদস্য মো. বাবুল হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় উঠান থেকে ঘরের ভেতর ছাগল আনতে গেলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই শেফালি বেগমের মৃত্যু হয়। অপরদিকে মো. রাজিব হোসেন গরুর জন্য ঘাস গোশালায় তুলতে গেলে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।