জাতীয়

জেলা শিল্পকলা একাডেমির হল চলচ্চিত্র প্রদর্শনের জন্য বরাদ্দ

ঢাকা,০৬ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

জেলা শিল্পকলা একাডেমির হল চলচ্চিত্র প্রদর্শনের জন্য বরাদ্দ দেওয়া হবে বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১৬ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ উৎসব আজ থেকে শুরু হয়ে আগামী ২১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের জন্য উপযুক্ত নয়, সেজন্য জেলা শিল্পকলা একাডেমির হলসমূহ প্রতি মাসে এক সপ্তাহের জন্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য বরাদ্দ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। সে লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির একটি হলকে বিশেষায়িত করে তৈরি করা হবে। প্রথম বছর বিনা ভাড়ায় শিল্পকলা একাডেমির হলসমূহ বরাদ্দ দেওয়া হবে। পরবর্তী সময়ে চলচ্চিত্র প্রদর্শন থেকে অর্জিত আয়ের একটা অংশ শিল্পকলা একাডেমিকে দেওয়া হবে।

তিনি বলেন, চলচ্চিত্র ছাড়া সংস্কৃতি পরিপূর্ণ হতে পারে না। সেজন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদান প্রদান করা হবে। এছাড়া ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডকুমেন্টারি ফিল্ম নির্মাণে অনুদান প্রদান করা হবে। তিনি আরো বলেন, চলচ্চিত্র যেহেতু তথ্য মন্ত্রণালয়ের অধীন, সেজন্যে এক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের খুব বেশি কিছু করার নেই।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল ও মোরশেদুল ইসলাম এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।

বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭-এর স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’। এ উৎসবে জীবন থেকে নেয়া, হাজার বছর ধরে, ওরা ১১ জন, তিতাস একটি নদীর নাম, সূর্যস্নান, মনপুরা, আয়নাবাজিসহ বাংলাদেশের জনপ্রিয় ও দর্শক সমাদৃত মোট ৪৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button