
জেলার সংবাদ
ঝিনাইদহে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু
ঢাকা,০৭ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে সাপের ছোবলে আব্দুস সাত্তার মণ্ডল ( ৪৫ ) নামে এক সাপুড়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। সাত্তার খোকা মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী রবি জানান, চটকাবাড়িয়া গ্রামের গোরস্থানের ভেতর বিকেলে বেজির সাথে সাপের লড়াই শুরু হয়। গ্রামের লোকজন লড়াই দেখছিল। সাপুড়ে সাপটি ধরতে গেলে বেজি পালিয়ে যায়। সাপটি ধরার সময় হাতে ছোবল দেয়।
হরিণাকুন্ডু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জামিনুর রশিদ বলেন, হাসপাতালে ভ্যাকসিন নেই। অবশ্য রোগী হাসপাতালে আসার আগেই মারা যান।