
খেলাধুলা
টসে জেতাই ভুল হয়ে গেছে : মুশফিক
ঢাকা,০৭ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই টস ভাগ্যে জিতেছিলেন মুশফিকুর রহিম। দুবারই শুরুতে ফিল্ডিং নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে অধিনায়ককে। তবে বুমফন্টেইনে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা যে নিজের ইচ্ছায় নেননি, তা মুশফিকের নিজের কথায়ই বোঝা যায়। প্রথম দিনের খেলা শেষে হতাশা রীতিমতো উগরে দিয়েছেন মুশফিক।
তিনি বলেন, ‘আমার তো মনে হচ্ছে টসে জেতাই ভুল হয়ে গেছে ভাই! অধিনায়ক হিসেবে চেষ্টা করছি সততার সঙ্গে সব পালন করতে। এ দুই টেস্টে মনে হচ্ছে টস হারলে ভালো হয়। আগে কখনো এটা মনে হয়নি!’
বোলারদের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে মুশফিক বলেন, ‘এটা হয়তো আমার ব্যক্তিগত ব্যর্থতা। হয়তো দলকে ওভাবে উৎসাহিত করতে পারছি না বা বোলারদের দিকনির্দেশনা করতে পারছি না। এটা আমার ব্যর্থতা। বোলাররা চেষ্টা করেছে, হয়নি।’
শুরুতে ফিল্ডিং নিয়ে উইকেটের সুবিধাটুকু আদায় করে নিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু তা হয়নি উল্টো প্রথম দিনশেষে ৩ উইকেটে ৪২৮ রানের বিশাল ইনিংস গড়তে সক্ষম হয়। বোলারদের এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করে মুশফিক বলেন, ‘বোলিং কোচ তো আর নিজে বোলিং করতে পারবেন না। তিনি প্রায় প্রতিদিনই নেটে বোলিং করেন। তার একটা বল মিড অন-মিড অফে আমাদের ব্যাটসম্যানরা এখনো খেলতে পারে না! কেউ যদি এটা শিখতে না পারে, সেটা কাজে লাগতে না পারে, এটা শুধু ব্যর্থতাই বলব। অনেক বড় সুযোগ ছিল। মুভমেন্ট খুব একটা না থাকলেও অন্তত নতুন বলটা কাজে লাগাতে পারলে দ্রুত ২-৩ উইকেট পেয়ে যেতে পারতাম।’
শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে বোলারদের নির্দেশনা দিতে সাধারণত কাছাকাছি কোথাও ফিল্ডিং করে থাকেন মুশফিক। কিন্তু উইকেটরক্ষকের দায়িত্ব লিটনের হাতে দেওয়ার পর ফিল্ডিংও করছেন বাউন্ডারির কাছাকাছি। সেটা নিয়েও হতাশা রয়েছে মুশফিকের। তিনি বলেন, ‘আমার কোচরা চেয়েছেন বাইরে ফিল্ডিং করি। সামনে থাকলে আমার হাত থেকে নাকি রান হয়ে যায়। ক্যাচ উঠলে নাকি সুযোগ থাকে না ধরার। টিম ম্যানেজমেন্ট যেটা বলবে, সেটাই তো করতে হবে।’