আন্তর্জাতিক

সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকায় প্রেমিকের হাতে প্রেমিকা খুন

ঢাকা,০৭ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

দোষ বলতে তিনি নিয়মিত সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন। সেই কারণেই তাঁকে খুন হতে হলো। অভিযোগ উঠেছে তার প্রেমিকের ওপর। এ ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের কাছে কুকটপল্লিতে।  নিহতের নাম আর সৌম্যা (১৯)। তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

অভিযোগ, সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন তিনি। প্রেমিক কৃষ্ণাইয়া এটা মেনে নিতে পারতেন না। পেশায় তিনি ক্যাব ড্রাইভার। গতকাল শুক্রবার রাতে কুকটপল্লি থানায় এসে প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেন তিনি।

কৃষ্ণাইয়া বলেন, সৌম্যা সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন।

অন্য এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে তিনি সন্দেহ করতেন। ফোনেও চ্যাট করতেন সৌম্যা। সেই কারণে তিনি সৌম্যাকে শ্বাস রোধ করে খুন করেন। এরপর  মৃতদেহ কুকটপল্লির কাছে আইডিএল লেকের কাছে ফেলে দেন তিনি।

পুলিশ সূত্রে জানায়, আজ শনিবার সকালে সৌম্যার দেহ উদ্ধার করা হয়। ঘাতক কৃষ্ণাইয়াকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি স্বীকার করেছেন, সৌম্যার সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা পছন্দ ছিল না তাঁর। এই নিয়ে একাধিকবার সৌম্যাকে সতর্ক করেছেন কৃষ্ণাইয়া। তবু কলেজের বন্ধুদের সঙ্গে চ্যাট করতেন সৌম্যা। শুক্রবার সন্ধ্যাবেলা চিন্তল এলাকায় যান তাঁরা। সেখানেই সৌম্যাকে শ্বাস রোধ করে খুন করা হয়। তারপর মৃতদেহ একটি ব্যাগে ভরে মোটরসাইকেলে করে আইডিএল লেকে নিয়ে আসেন কৃষ্ণাইয়া।

জানা গেছে, দুজনই কুকটপল্লির শাহপুর এলাকার বাসিন্দা। ২ মাস আগে তাঁদের এনগেজমেন্ট হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button