জাতীয়

প্রধানমন্ত্রীকে ছয় মাস খুব সাবধানে চলাফেরা করতে বলেছেন চিকিৎসকরা

ঢাকা,০৭ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাস খুব সাবধানে চলাফেরা করতে বলেছেন চিকিৎসকরা। জাতিসংঘ সম্মেলন শেষে শনিবার ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য জানান। গলব্লাডারে অপারেশনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘ডাক্তার ছয় সপ্তাহের জন্য একটু সাবধানে থাকতে ও ছয় মাস খুব সাবধানে চলাফেরা করতে বলেছেন।’

প্রধানমন্ত্রী এ সময়ে দ্রুত সুস্থ হয়ে পুরোদমে কাজ করতে সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমি দেশবাসীর কাছে দোয়া চাই সুস্থ হয়ে আবার যেন পুরোদমে কাজ করতে পারি। যেন সকলের সেবা করে যেতে পারি। অবশ্য এখনও করে যাচ্ছি। দোয়া চাই যেন আরও কাজ করে যেতে পারি।’

নিজের বয়সের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে তো একটু সময় লাগবেই। ৭১ বছর বয়স। কাজেই একটু সময় লাগবে। এই অপারেশনটা হয়তো ২০ বছর আগে হলে এত সময় লাগতো না।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় যাওয়ার পর প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। অপারেশনের পর বিশ্রাম নেওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফর সূচিতে কিছুটা পরিবর্তন আসে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২ অক্টোবর দেশে ফেরার কথা থাকলেও তিনি খানিকটা বিশ্রাম নিয়ে আজ শনিবার (৭ অক্টোবর) দেশে ফিরেন।

বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে তার অসুস্থ হয়ে পড়া ও অপারেশন করানোর কথাও জানান।

Show More

আরো সংবাদ...

Back to top button