
এনআইডি কার্ডে নাগরিকের সব তথ্য রয়েছে
ঢাকা,০৭ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ম্যাশিন রিডেবল স্মার্ট এনআইডি কার্ডে (জাতীয় পরিচয়পত্র) নাগরিকদের সব তথ্য রয়েছে। এতে নাগরিকদের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য রয়েছে। স্মার্ট এনআইডি কার্ড একটি জাতীয় সম্পদ।
শনিবার রংপুর নগরীতে স্থানীয়দের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইলেকশন কমিশন (বিইসি) এর রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় অনুষ্ঠানটির আয়োজন করে।
রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুরের মেয়র সারফুদ্দিন আহমেদ, বিইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমজাত উদ্দিন আহমেদ। বাসস।