
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
ঢাকা,০৮ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
নেত্রকোনার মদনে অটোরিকশায় গলার ওড়না পেঁচিয়ে রুনা আক্তার নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মদন-উচিতপুর সড়কে হাফেজিয়া মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে।
রুনা ঢাকার একটি গার্মেন্টে কাজ করেন। তিনি উচিতপুর গ্রামের আতাবুলের মেয়ে।
জানা গেছে, শনিবার ভোরে রুনা ঢাকা থেকে ছুটে গিয়েছিলেন ভোটার নিবন্ধনের জন্য। ওই দিন নিজ বাড়ি উচিতপুর থেকে উপজেলা সদরে অটোরিকশাযোগে ভোটার নিবন্ধন করতে আসার পথে মদন-উচিতপুর সড়কে হাফেজিয়া মাদ্রাসার কাছে অটোতে গলায় ওড়না পেঁচিয়ে মারা যান।
নিহত রুনার নানা বলেন, আমার নাতি গার্মেন্টে কাজ করে। ভোটার নিবন্ধন হচ্ছে শুনে আজকেই ভোটার হওয়ার জন্য ভোরে ঢাকা থেকে আসে। আমার নাতিকে আমি নিজেই উপজেলা সদরে ভোটার নিবন্ধনের জন্য রিকশাযোগে নিয়ে আসতে ছিলাম। গলায় থাকা ওড়না হঠাৎ চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে সে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মদন হাসপাতালে নিয়ে গেলে প্যাথলজিতে দায়িত্বরত এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি মো. শওকত আলী বলেন, মৃত্যুর সংবাদটি আমি শুনেছি। তার মা-বাবা ঢাকা থেকে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।