
কালীগঙ্গা নদী থেকে নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার
ঢাকা,০৮ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
নিখোঁজের তিন দিন পর কুষ্টিয়ার কুমারখালীতে কালীগঙ্গা নদী থেকে রাকিবুল ইসলাম (৩২) নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজারসংলগ্ন কালীগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাকিবুল উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।
কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান, রাকিবুল গত দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পাশের গ্রাম কাঞ্চনপুর রাকিবুল শ্বশুরবাড়িতে যান। এর পর আর বাড়ি ফেরেননি তিনি।
এ ঘটনায় রাকিবুলের পরিবার শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
রোববার সকালে কালীগঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ রাকিবুলের পরিবারকে খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করে।
পুলিশ এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বলে জানান ওসি।