
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা নেপালের
ঢাকা,০৮ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
সফররত নেপালের পররাষ্ট্র সচিব শংকর দাস বৈরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে আজ রবিবার সকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয, বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্র সচিবদ্বয়ের মধ্যে দ্বিতীয় দফা দ্বিপক্ষীয় আলোচনার জন্য বৈরাগী এখন বাংলাদেশ সফর করছেন।
তিনি জ্বালানি, বাণিজ্য ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়সহ নেপালের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৬-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। নেপালের পররাষ্ট্র সচিব এ সময় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সংকট প্রসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠককালে তারা বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে কথা বলেন এবং দু’দেশের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ খাত, পর্যটন, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্টতা ও সহযোগিতা এবং জনগণ পর্যায়ে যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বাসস।