রাজনীতি

আগামীকাল নির্বাচন কমিশনে যাচ্ছেন এরশাদ

ঢাকা,০৮ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

আগামীকাল সোমবার নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন জাতীয় পার্টি-জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ।

জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত ধারাবাহিক সংলাপে অংশ নিতে আগারগাঁও নির্বাচন ভবনে আসবেন এরশাদ। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, এইচ এম এরশাদের নেতৃত্বে ২৫ সদস্য প্রতিনিধি দল সংলাপে অংশ নিবে বলে জানিয়েছে।

ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে এর আগে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে কমিশন।

Show More

আরো সংবাদ...

Back to top button