শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে এর তথ্য পাওয়া যাবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ স্বাক্ষরিত এই ফল প্রকাশ করা হয়েছে।

তিনি ইত্তেফাককে বলেন, গত শুক্রবার আমরা পরীক্ষা নিয়েছি। আমাদের কথা মতো পরীক্ষা নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করেছি।

শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৮০ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪১ হাজার ১৩২ জন।

Show More

আরো সংবাদ...

Back to top button