জাতীয়

সরকার ও আ.লীগের পাশে থাকার প্রতিশ্রুতি বিজেপির

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

দুই দেশের স্বার্থেই বাংলাদেশ সরকার এবং আওয়ামী লীগের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব। আওয়ামী লীগ নেতারাও ক্রমান্বয়ে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করার আশা প্রকাশ করেছেন।

সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এ প্রতিশ্রুতি দেন বাংলাদেশ সফররত রাম মাধব। দলীয় সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সকালের নাস্তার পর বিজেপি নেতা রাম মাধবের সঙ্গে প্রায় আধা ঘণ্টা সৌজন্য বৈঠক করেন আওয়ামী লীগের নেতারা। বৈঠকে রাম মাধব প্রতিবেশী বিশ্বস্ত বন্ধু হিসেবে উভয় দেশের পারস্পরিক স্বার্থে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় রাম মাধব উভয় দেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

রোহিঙ্গা ইস্যুতে সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে রোহিঙ্গা সমস্যাকে মিয়ানমারের সৃষ্ট সমস্যা বলে উল্লেখ করেন। তিনি বলেন, মিয়ানমারের এই সমস্যা তাদেরই সমাধান করতে হবে। ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আমাদের দুই দেশের বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক দুই দলের মধ্যে আরো যেন গভীর হয় সেই বিষয়ে পরস্পরের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আশা করি, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমান্বয়ে আরো গভীর থেকে গভীরতর হবে। দুই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা যেমন প্রয়োজন আছে, তেমনি প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কোন্নয়ন দরকার আছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা আসার পরে এটা আমাদের ঘাড়ে এসে চেপেছে। বিশ্ববাসী যেটা মনে করে, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে। ভারতও মনে করে, এটা তাদের (মিয়ানমার) সমস্যা তাদেরই সমাধান করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের কারণে সমস্যা সমাধান আস্তে আস্তে হয়ে যাবে বলে আমরা আশা করি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, আজকের বৈঠক ছিল অনানুষ্ঠানিক, সৌজন্য সাক্ষাৎ। তবে এ বিষয়ে কথা হয়েছে। তারা (ভারত)বলেছে যে, রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যে উদ্যোগ নিয়েছে, ভারত আশা করে, মিয়ানমার এ সমস্যা সমাধানের উদ্যোগ নেবে এবং সমাধান হবে।

এ ছাড়া জঙ্গি ও সন্ত্রাসবাদ দূরীকরণে ক্ষমতাসীন সরকারের ভূমিকা, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ এবং আগামী একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে কথা হয়েছে বলে নিশ্চিত করেন আওয়ামী লীগের নেতারা।

‘এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভ্যাল’শীর্ষক উৎসবের একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রোববার ঢাকায় আসেন রাম মাধব। এদিন তিনি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নদীবিষয়ক দুই দিনের ওই উৎসবের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, আয়েন উদ্দিন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির প্রাক্তন সহ-সম্পাদক রতন সাহা প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button