অর্থ ও বাণিজ্য

অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড থ্যালার

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

অর্থনীতি ও মনোবিজ্ঞানের মধ্যে সংযোগ স্থাপনের অসাধারণ অবদানের জন্য মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থালারকে এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের বিচারকরা এ পুরস্কার ঘোষণা করেন।

নোবেলজয়ী থ্যালার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক। বিশ্বজুড়ে বহুল বিক্রীত অর্থনীতির বই ‘নাজ’-এর সহ-লেখক।

এই বইটিতে আচরণগত অর্থনীতির মাধ্যমে সমাজের বিভিন্নজনের প্রধান সমস্যাগুলো সামলানোর কথা বলা হয়েছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের বিচারকরা বলেছেন, রিচার্ড থ্যালারের কাজ অর্থনৈতিক মনোবিজ্ঞানকে বুঝতে অবদান রেখেছে।

মার্কিন এ অধ্যাপক পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৯০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১১ লাখ ১০ হাজার ডলার) পাবে

Show More

আরো সংবাদ...

Back to top button