
খেলাধুলা
টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুমোদন দিতে যাচ্ছে আইসিসি : রিপোর্ট
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
দীর্ঘ প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুমোদন দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি সপ্তাহে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বৈঠকে এই অনুমোদন দেয়া হবে বলে সোমবার গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।
পাঁচদিনের এই ম্যাচকে জনপ্রিয় করে তোলা এবং এর প্রতি দর্শক আগ্রহ বাড়ানোর জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বছরের পর বছর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন মহল। ২০১০ সাল থেকেই এটি নিয়ে অলোচনা জোরদার হচ্ছিল। কিন্তু কিছু কিছু দেশের বিরোধিতার কারণে সেটি আয়োজন করা হয়ে ওঠেনি।
দ্য সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্টে বলা হয়, নয় জাতির অংশগ্রহণে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়টি এখন অনেক দূর এগিয়ে গেছে। আগামী শুক্রবার অকল্যান্ডে অনুষ্ঠেয় বৈঠকে বিষয়টি উত্থাপনের জন্য সবুজ সংকেত পাওয়া গেছে। আগামী ২০১৯ সালে দুই বছর কেন্দ্রিক এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। টুর্নামেন্টের শীর্ষ দুই দল লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেছেন, দ্বিপাক্ষিক টুর্নামেন্টের তুলনায় লীগ ভিত্তিক এই টুর্নামেন্ট আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো বেশী কার্যকর হবে। হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘এর মাধ্যমে আপনি একটি অবকাঠামো গড়ে তুলতে পারবেন। যেখানে লীগ পর্যায়ে সবাই অংশ নিতে পারবে।’

টেস্ট ক্রিকেট খেলাটির মেরুদণ্ড হলেও সেটি এখন ধুকছে। বিশেষ করে এশিয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ সহ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টগুলো বেশী করে দর্শকদের আকৃষ্ট করছে। সম্প্রতি দিবা-রাত্রির টেস্টের প্রচলন ঘটায় দর্শকরা আরো বেশী করে টেস্টের প্রতি সময় দিতে পারবে। বৈঠকে চারদিনের টেস্ট প্রচলনের বিষয়টিও আলোচনা করা হবে। তবে শেষ পর্যন্ত ঐতিহ্যগতভাবে পাঁচদিনের টেস্টই অক্ষুণ্ণ থাকবে।
হেরাল্ডের রিপোর্টে আরো বলা হয়েছে, আসন্ন এই বৈঠকে ওয়ানডে ক্রিকেটের সূচিতেও কিছু বড় সড় রদবদল হতে পারে। ১৩ দলের অংশগ্রহণে ওয়ানডে লীগ আয়োজনেরও কথাবার্তা চলছে। যেটি তিন বছর মেয়াদি করা যেতে পারে। ওয়ানডে লীগের ফল বিশ্বকাপের বাছাইয়ে প্রভাব ফেলবে। বাসস।