
কাঁচামরিচের মণ ১০ হাজার টাকা!
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
টাঙ্গাইলের সখীপুরে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকায়।
মরিচের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় খুশি এলাকার চাষিরা।
সরেজমিন উপজেলার দাড়িয়াপুর, কইয়ামধূ, বেতুয়া, তক্তারচালা, মহানন্দপুর, বাঘেরবাড়ি, তৈলধারা, ইন্দারজানী, গড়বাড়ি, বড়চওনা, কচুয়া, কতুবপুর, ইছাদিঘা, পাথারপুর, কালমেঘাসহ অর্ধশতাধিক গ্রামের কৃষকরা উন্নত জাতের মরিচের চাষ করেছেন।
দাড়িয়াপুর গ্রামের হুমায়ন মিয়া বলেন, আমি দুই একর জমিতে কাঁচামরিচের চাষ করেছি। অতি বৃষ্টিতে বেশ কিছু মরিচ গাছ মরে যাওয়ার পরেও দাম বেশি থাকায় ক্ষতিটা পুষিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভুঁইয়া জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৮৪ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে। অতি বৃষ্টির কারণে অনেক চাষিদের মরিচ গাছ পচে নষ্ট হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার কাঁচামরিচের দাম অনেক বেশি।