ফ্যাশন

আবেদনময়ী আনুশকা এবার ভোগ ম্যাগাজিনে

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

 

ভোগ ইন্ডিয়া ম্যাগাজিন তাদের ১০ বছরপূর্তি উপলক্ষে বেশ কয়েকটি কভার স্টোরি প্রকাশ করেছে। বিশেষ প্রচ্ছদগুলোতে মডেল হিসেবে সোনম কাপুরের পাশাপাশি আছেন আনুশকা শর্মা, করণ জোহর ও টুইংকেল খান্না।

আনুশকা ১
কালোতে ফ্যাশনেবল আনুশকা হাজির হয়েছিলেন আবেদনময়ী লুকে। প্রথম ছবিতে গিভেন্সি টপের সঙ্গে মিলিয়ে কালো প্যান্ট পরেছিলেন তিনি। নেটের নকশা করা পোশাকের সঙ্গে চোখে পরেছিলেন মাস্ক।

আনুশকা ২

পরের ছবিতে সাটিনের কালো পোশাকের সঙ্গে ব্লেজার পরেছিলেন আনুশকা।

.

আনুশকা ৩

তৃতীয় ছবিতে কেপ ও ছোট প্যান্ট-টপের সঙ্গে উঁচু বুট পরে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। ভোগ ফ্যাশন ডিরেক্টর আনাইতা শ্রফ আদাজানিয়া করেছেন আনুশকার এই চোখ ধাঁধানো স্টাইলিংগুলো।

তথ্য:বলিউড হাঙ্গামা 

 

Show More

আরো সংবাদ...

Back to top button