
শেবাচিম হাসপাতালের বিদায়ী পরিচালকের দুর্নীতি তদন্তে কমিটি
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্তে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ডা. এসএম সিরাজুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আগামী এক মাসের মধ্য তদন্তসাপেক্ষে রিপোর্ট দেবে এই কমিটি।
এসব তথ্যের সত্যতা স্বীকার করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল শাখা) ডা. মো. হাবিবুর রহমান।
সোমবার রাতে তিনি জানান, স্বাস্থ্যসেবা বিভাগের একজন যুগ্ম পরিচালককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী এক মাসের মধ্যে বরিশালে গিয়ে শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করবেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ২-৩ মাস আগে হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারীদের কোয়াটারের পুকুর থেকে বিপুল অর্থের সরকারি ওষুধ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। থানায় মামলা ও অভ্যন্তরীণ তিনটি কমিটি করা হয়। আটক করা হয় সিনিয়র স্টাফ-নার্সসহ তিনজনকে।
এই ঘটনাসহ বেআইনিভাবে তিনজনকে অস্থায়ী ভিত্তিতে হাসপাতালের প্যাথলজি বিভাগে নিয়োগ দেয়া ও পৌনে দুই কোটি টাকা ব্যয়ে হাসপাতালের সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ তদন্তে এই কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া তিনজন স্টাফের মধ্যে একজন বরিশালের এক প্রভাবশালী নেতার তদবিরে নিয়োগ পায়। এছাড়া বাকি দুইজনকে হাসপাতাল পরিচালক নিজ ক্ষমতাবলে নিয়োগ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে গত ২৯ সেপ্টেম্বর অবসরে যাওয়া পরিচালক প্রফেসর ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, তদন্তের বিষয়ে আমি কিছুই জানি না। আমার কাছে কোনো নোটিশও আসেনি।