শিক্ষা

১৭ অক্টোবর থেকে মেডিক্যালে ভর্তি শুরু

ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আগামী ১৭ অক্টোবর থেকে সরকারি মেডিক্যাল কলেজগুলোয় ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আব্দুর রশিদ এ তথ্য জানান। তিনি জানান, চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি।

সোমবার (৯ অক্টোবর) মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে এবারে সরকারি ৩১টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের মোট ৩ হাজার ৩১৮টি আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ১৩২ জন। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯০.০৫ পেয়েছেন দুজন।
প্রসঙ্গত, ৬ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারাদেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হয়েছে।

অধ্যাপক ডা. আব্দুর রশিদ বলেন, ‘নির্ধারিত এই সময়ের মধ্যেই মেডিক্যাল কলেজগুলোকে তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে এবং ভর্তি কার্যক্রম বিষয়ে আজ  (মঙ্গলবার) দৈনিক পত্রিকাতে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।’

ভর্তির সময়ে শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সব ধরনের একাডেমিক কাগজপত্রসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া সনদপত্র ভর্তি কার্যক্রমে জমা দিতে হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button