
রোহিঙ্গা ইস্যুতে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘ
ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে। এ ইস্যুতে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।
জাতিসংঘ মহাসচিব বলেন, অধিক জনসংখ্যার দেশ হয়েও বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরে মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যা মুগ্ধ করছে। এ মানবিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস (Antonio Guterres), ইউএনডিপি’র প্রশাসক আকিম স্টেইনার (Achim Stainer) এবং ইউএন-ওএইচআরএলএলএস এর প্রধান ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতামইলোয়া কাতোয়া ইউটোইকামানুর (Fekitamoeloa Katoa Utoikamanu) সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এসব কথা বলেন।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী একটি ‘সেফ জোন’ গঠনসহ এ সঙ্কট দ্রুত ও স্থায়ী সমাধানে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। তিনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আহ্বান জানান।
গুতেরেস আরও জানান, শরণার্থী বিষয়ে আগের অভিজ্ঞতার আলোকে সঙ্কট সমাধানে জাতিসংঘের যা করণীয় তা তারা করে যাচ্ছে।
জাতিসংঘের সদর দফতরে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিউল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম ও বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুনসহ ৬ সদস্যের প্রতিনিধি দল।