
আরিচা-নরাদহর মধ্যে ফেরি সার্ভিস দ্রুত চালুর নির্দেশ
ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
মানিকগঞ্জের আরিচা-পাবনার নরাদহর মধ্যে দ্রুত ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনকে (বিআইডব্লিউটিসি) নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিআইডব্লিউটিসির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভায় নতুন নতুন ফেরি রুট চালু করার লক্ষ্যে সমিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গৃহিত হয়। জামালপুরের বাহাদুরাবাদ এবং গাইবান্ধার বালাসীঘাটের মধ্যে ফেরি সার্ভিস চালু করার লক্ষ্যে ফেরিঘাট নির্মাণ, নৌপথ খনন এবং অবকাঠামো উন্নয়নের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও সভায় জানানো হয় যে, আরিচা-নরাদহ ফেরি রুটের দূরত্ব প্রায় নয় কিলোমিটার। ওই রুটটি চালু হলে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমবে। উত্তরাঞ্চলে যাত্রী ও যান চলাচলে সময় ও জ্বালানি সাশ্রয় হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) প্রণয় কান্তি বিশ্বাস এবং বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) মো. শহীদুল ইসলাম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।