
সারা দেশে হরতালের ডাক জামায়াতে ইসলামীর
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেলসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর আগে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল করবে দলের নেতাকর্মীরা।
১০ অক্টোবর মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘দলের আমিরসহ নেতৃবৃন্দকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে আগামী ১২ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করছি।’
এর আগে গোপনে বৈঠক থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৯ অক্টোবর সোমবার রাতে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদসহ আট জনকে গ্রেফতার করা হয়। জামায়াতে ইসলামীর আমির ছাড়া বাকি সাত জন হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম।
গত ৩০ সেপ্টেম্বর কদমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক সাজু মিয়া বলেন, এই আট জনের প্রত্যেককে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত পাঁচ দিন করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আরেক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াত জানিয়েছে, কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেল গ্রেফতার হওয়ায় এখন থেকে নায়েবে আমির মুজিবুর রহমানকে কেন্দ্রীয় আমির ও এ টি এম মাসুদকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।