বিজ্ঞান ও প্রযুক্তি

আট বছরে ইওয়াইহোস্ট

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

দেশের তথ্যপ্রযুক্তির বাজার একদিকে যেমন সম্প্রসারিত হচ্ছে তেমনিভাবে পাল্লা দিয়ে বাড়ছে তথ্য প্রযুক্তি সেবাদানকারী কোম্পানিগুলোর চাহিদা। আর এই চাহিদার যোগান দিতে দিতেই সুনামের সাথে সাত বছর পূর্ণ করলো দেশীয় হোস্টিং ও ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান ইওয়াইসফট। ইওয়াইহোস্ট ব্রান্ড নামে হোস্টিং সেবা প্রদান করে আসছে ইওয়াইসফট ২০১০ সাল থেকে।

রাজধানীর শ্যামলীতে নিজেদের অফিসেই সাড়ম্বরে পালিত হলো প্রতিষ্ঠানটির ৭ম বর্ষপূর্তি। দেশের তথ্যপ্রযুক্তি অঙ্গনের পরিচিত মুখগুলোর ভিড়ে উৎসবমুখর হয়ে উঠেছিল পুরো পরিবেশ। বেসিস, ই-ক্যাব, হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানও সফটওয়ার প্রতিষ্ঠানের পরিচিত মুখ ও ইওয়াই সফট পরিবার, গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইওয়াইসফট দেশের সীমানা পেরিয়ে এখন তাদের দৃষ্টি স্থাপন করেছে বিদেশের গণ্ডিতেও। আর সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে স্বনামধন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে।

Show More

আরো সংবাদ...

Back to top button