লাইফস্টাইল

পোশাক থেকে সুগন্ধির দাগ দূর করবেন যেভাবে

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ডিওডরেন্ট অথবা সুগন্ধির সাদাটে দাগ পড়ে নষ্ট হয়ে গেছে প্রিয় পোশাক? দুশ্চিন্তার কারণ নেই। ঘরোয়া কয়েকটি পদ্ধতির সাহায্যে দূর করতে পারেন এ ধরনের দাগ। জেনে নিন কীভাবে।

  • পোশাক থেকে সুগন্ধি অথবা ডিওডরেন্টের দাগ দূর করতে সাহায্য নিতে পারেন লবণের। পোশাক উল্টো করে ভিজিয়ে নিন। এবার দাগযুক্ত স্থানে লবণ ছিটিয়ে দিন। ৮ থেকে ১২ ঘণ্টা এভাবেই রাখুন। চাইলে সারারাত রাখতে পারেন। পরদিন আরও খানিকটা লবণ দিয়ে হালকা করে ঘষে নিন দাগযুক্ত অংশ। এবার ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার করে ফেলুন। সাদা অথবা রঙিন কাপড় এভাবে পরিষ্কার করতে পারেন।
  • কাপড়ের দাগের অংশ ভিনেগার দিয়ে ভিজিয়ে নিন। সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন কাপড় পরিষ্কার করে নিন সাবান দিয়ে। রঙিন কাপড়ের পাশাপাশি উলের কাপড়ও এভাবে পরিষ্কার করতে পারবেন। তবে সাদা কাপড় পরিষ্কার না করাই ভালো। ভিনেগারে এটি হলদে হয়ে যেতে পারে।
  • কাপড়ে সদ্য লেগে যাওয়া সুগন্ধির দাগ দূর করতে ব্যবহার করুন লেবু। কয়েক ফোঁটা লেবুর রস দাগযুক্ত স্থানে ছড়িয়ে দিন। ১০ মিনিট পর কুসুম গরম পানিতে ভিজিয়ে হালকা করে ঘষে নিন।
  • ডিশওয়াশিং লিকুইডের সাহায্যে কাপড় থেকে সুগন্ধির দাগ দূর করা যায়। দাগ লেগে যাওয়া অংশে সামান্য ডিশওয়াশিং লিকুইড ছড়িয়ে নিন। আধা ঘণ্টা পর কাপড় পরিষ্কার করে ফেলুন।

তথ্য: ব্রাইট সাইড  

Show More

আরো সংবাদ...

Back to top button