
জেলার সংবাদ
বগুড়ায় বাসচাপায় পিতা-পুত্রসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জেলার বাইপাস সড়কে মঙ্গলবার রাত ১০টায় বাস চাপায় পিতা-পুত্রসহ তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিয়াজ ওরফে হূদয় (২৫) ও তার বাবা আবুল কালাম এবং একই এলাকার তপন কুমার (২৬)। তাদের বাড়ি বগুড়া সদরের শশীবদনী ও রজাকপুর গ্রামে।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, রাত ১০ টার দিকে হূদয় তার পিতাসহ তিনজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস চারমাথা এলকায় মোটারসাইকেলটিকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই ৩ জন মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এব্যপাারে বগুড়া সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।