জেলার সংবাদ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকারী ট্রেন গফরগাঁও রেলস্টেশনে লাইনচ্যুত ট্রেনের বগিটি সরিয়ে নেওয়ার পর বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেলপথে চলাচলকারী চারটি ট্রেন যাত্রার অপেক্ষায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. আলমগীর জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button